মাথাভাঙ্গা মনিটর: ঘুষ নেয়ার অভিযোগে সুইজারল্যান্ডে ফিফার দু উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। এর আগে গত মে মাসে সাতজন উচ্চ পদস্থ কর্মকর্তা গ্রেফতার হয়েছিলেন। ফিফার নির্বাহী কমিটির সদস্যরা সংস্থাটির সংস্কারের দু দিনের এক বৈঠকে জুরিখে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনুরোধে এক বিলাসবহুল হোটেল থেকে দুইজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে এবং সুইস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফেরত নেয়ার পরিকল্পনা শুরু করেছে দেশটির বিচার বিভাগ। অবশ্য এই দুই জনের নাম এবং কী কারণে তারা ঘুষ নিয়েছেন সেটি প্রকাশ করা হয়নি। ফিফা আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে দুই উচ্চপদস্থ কর্মকর্তার গ্রেফতার হওয়ার বিষয়টি তারা জানে এবং সংস্থাটি থেকে দুর্নীতি নির্মূলে তারা পূর্ণ সহযোগিতা করবে। তিনি বলেন, ফিফা মার্কিন বিচার বিভাগের আজকের নেয়া পদক্ষেপের বিষয়ে অবহিত আছে। ফিফা মার্কিন বিচার বিভাগ ও সুইস অ্যাটর্নি জেনারেলের তদন্তের সঙ্গে পূর্ণ সহযোগিতা প্রদান করবে। এর বেশি আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে তারা।
এর আগে গত মে মাসে জুরিখে দুর্নীতির অভিযোগে ফিফার দুই ভাইস প্রেসিডেন্ট সহ সাতজন কর্মকর্তা গ্রেফতার হয়েছিলেন।