স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে। অভিযানে (৬ টোপলা) ৭২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হলেও সিজার লিস্টে দেখানো হয়েছে ২৪ বোতল। অভিযোগ উঠেছে ৬৯৮ বোতল ফেনসিডিল গায়েব করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, গতকাল বুধবার ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি ক্যাম্প পুলিশের এএসআই মুহিতুর রহমান মুহিত সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান শঙ্করচন্দ্র ইউনিয়নের কুনিয়াচাঁদপুর চৌরাস্তা মোড় বাঁশবাগানের নিকট। এ সময় পুলিশি উপস্থিতি টের ফেনসিডিল ফেলে পালিয়ে যায় ফেনসিডিল কারবারীরা। ঘটনাস্থল থেকে পুলিশ ৭২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে ৬৯৮ বোতল ফেনসিডিল গায়েব করে দিয়ে মাত্র ২৪ বোতল ফেনসিডিল সিজার লিস্ট করে। এতে জনমনে প্রশ্ন উঠেছে বাকি ফেনসিডিল কি পুলিশ গায়েব করে দিয়েছে। এবিষয়ে এএসআই মুহিতের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা সঠিক নয় বলে জানান। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।