স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনে আজ মনোনয়ন দাখিলের শেষ দিন। ইতোমধ্যেই বৃহত দুটি দলের প্রার্থীতালিকা চূড়ান্ত করেছে। দলীয় প্রত্যায়নও প্রার্থীদের হাতে পৌঁছেছে। আজ চুয়াডাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনিত রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বিএনপি মনোনীত খন্দকার আব্দুল জব্বার সোনাসহ সম্ভাব্য সকল প্রার্থীই মনোনয়ন দাখিল করবেন। গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র পদে কোনো প্রার্থীরই মনোনয়ন জমা হয়নি। তবে কাউন্সিলর পদ পার্থীদের ১২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।
কাউন্সিলর পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, ১নং ওয়ার্ডে বিল্লাল হোসেন বেলু, জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ডে আবুল কালাম, ৪নং ওয়ার্ডের শেখ সেলিম, ৫নং ওয়ার্ডের রিপন মল্লিক, ৬নং ওয়ার্ডের রাসেদুল হাসান, ৭নং ওয়ার্ডে উজ্জ্বল হোসেন, মজনুল হক, আবুল হোসেন, ৯ নং ওয়ার্ডের মফিজুর রহমান মনা, মোস্তাক উদ্দীন আহম্মেদ ডালিম, ইকরামুল হক মুক্তা।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩নং ওয়ার্ডে মাজেদা খাতুন, জবেদা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডে বিলকিস নাহার, সাদিয়া খাতুন ও ৭,৮,৯নং ওয়ার্ডে জাহানারা বেগম।
পৌরসভা নির্বাচনে বড় দু’দলের বঞ্চিত প্রার্থীদের মধ্যে ক্ষোভ-অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অনেক স্থানের মতো চুয়াডাঙ্গাতেও বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র পেশের সম্ভবনা রয়েছে। ওবাইদুর রহমান চৌধুরীও আজ মনোনয়নপত্র পেশ করতে পারেন। অপরদিকে বিএনপির মনোনয়ন বঞ্চিত মজিবুল হক মজু্ও আজ মনোয়নন পেশ করতে পারেন। এ ছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী তুষার ইমরান মনোনয়ন আজ পেশ করবেন বলে জানিয়েছেন।