আইসিসি বর্ষসেরা একাদশ ও বিবেচনাধীন সময়সীমায় তাদের পারফরম্যান্স (ব্যাটিং অর্ডারে):
মাথাভাঙ্গা মনিটর: ১. তিলকরত্নে দিলশান: ৩০ ইনিংসে ১ হাজার ৫৩৫ রান, গড় ৫২.৩৯, স্ট্রাইক রেট ৮৭.০৬, শতক ৫, অর্ধশতক ৭ ও ২৪ উইকেট। ২. হাশিম আমলা: ২৬ ইনিংস ১ হাজার ২৯৮ রান, গড় ৫৪.০৮, স্ট্রাইক রেট ৯০.৬৪, শতক ৬, অর্ধশতক ৩। ৩. কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার): ২৩ ইনিংসে ১ হাজার ৩৯০ রান, গড় ৭৩.১৫, স্ট্রাইক রেট ৯৩.৪৭, শতক ৭, অর্ধশতক ৭। ৪. এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক): ২০ ইনিংসে ১ হাজার ২৬৫ রান, গড় ৭৯.০৬, স্ট্রাইক রেট ১২৮.৪২, শতক ২, অর্ধশতক ৯। ৫. স্টিভেন স্মিথ: ২৪ ইনিংস ১ হাজার ২৪৯ রান, গড় ৫৯.৪৭, স্ট্রাইক রেট ৮৭.০৯, শতক ৪, অর্ধশতক ৮। ৬. রস টেইলর: ২৮ ইনিংসে ১ হাজার ২৯৩ রান, গড় ৬৪.৬৫, স্ট্রাইক রেট ৮২.৬১, শতক ৫, অর্ধশতক ৫। ৭. ট্রেন্ট বোল্ট: ১৯ ইনিংসে ৪০ উইকেট, গড় ২০.৫৫, ইকোনোমি ৪.৫৬, ৪ উইকেট ৪ বার, ৫ উইকেট ১ বার ৮. মোহাম্মদ শামি: ১৩ ইনিংসে, ২৯ উইকেট, গড় ১৯.৫১, ইকোনোমি ৫.১৫, ৪ উইকেট ৩ বার, ৫ উইকেট নেই। ৯. মিচেল স্টার্ক: ২২ ইনিংসে ৪৭ উইকেট, গড় ১৭.৭০, ইকোনোমি ৪.৫৫, ৪ উইকেট ৩ বার, ৫ উইকেট ২ বার। ১০. মুস্তাফিজুর রহমান: ৬ ইনিংস, ১৮ উইকেট, গড় ১২.৬১, ইকোনোমি ৪.২৫, ৪ উইকেট নেই, ৫ উইকেট ২ বার। ১১. ইমরান তাহির: ২২ ইনিংসে ৩৫ উইকেট, গড় ২৪.৯৭, ইকোনোমি ৪.৪৬, ৪ উইকেট ২ বার, ৫ উইকেট ১ বার দ্বাদশ ব্যক্তি জো রুট: ২১ ইনিংসে ৯৪৫ রান, গড় ৫২.৫০, স্ট্রাইক রেট ৮৮.২৩, শতক ৪, অর্ধশতক ৪।