রণবীরের ‘সাক্সেস পার্টিতে’ ছিলেন না ক্যাটরিনা!
বলিউড বক্স অফিসকে একের পর এক ব্যর্থ সিনেমা উপহার দিয়ে প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনোর হাত ধরে বহুদিন পর সফলতার মুখ দেখলেন রণবীর কাপুর। রণবীর-দীপিকা অভিনীত ‘তামাশা’ সিনেমার ‘সাক্সেস পার্টিতে’ উপস্থিত হয়নি নায়কের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
জানা যায়, ক্যাটরিনাকে নিমন্ত্রণ করা হয়েছিল তবে তিনি শুটিংয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে থাকেননি সেই পার্টিতে। বলিউডের একাংশ মনে করছে, এসব শুটিং আসলে কোনো কারণ নয়। আসলে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী, রণবীরের সাবেক প্রেমিকা দীপিকার মুখোমুখি হতে চান না ক্যাট সুন্দরী। তবে ক্যাটরিনা না আসলেও পার্টিতে এসেছিলেন দীপিকার বর্তমান প্রেমিক রণবীর সিং। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় হয়ে গেল ইমতিয়াজ আলি পরিচালিত তামাশা ছবির ‘সাক্সেস পার্টি’। বলিউডের একাধিক পরিচালক, তারকা অভিনেতার সমাবেশে এই পার্টি হয়ে উঠেছিল চাঁদের হাট। এক ঝাঁক তারকার ভিড়ে বেশ জমেছিল পার্টি। সূত্র: ইন্ডিয়া টুডে