ডিঙ্গেদহ প্রতিনিধি: ডিঙ্গেদহ-হিজলগাড়ি সড়কের জালশুকা গ্রামের মধ্যবর্তী স্থানের রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কারে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর নেই।
এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, এ রাস্তাটি এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ থেকে বাস-ট্রাকসহ ভারি যানবাহন হিজলগাড়ী, তিতুদহ, দর্শনা ও জীবননগর যাতায়াত করে। এছাড়াও তিতুদহ ও বেগমপুর ইউনিয়নের লোকজন এ রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা শহরে আসে। এ বছর বর্ষায় রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এছাড়া জালশুকা গ্রামের আওয়ামী লীগ নেতা তাহাজ উদ্দিনের বাড়ির নিকট প্রায় ৩০ফুট রাস্তা ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়। প্রায়ই ভ্যান, রিক্সা ও ট্রাক উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। বিশেষ করে বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী ও রোগী সাধারণকে পোয়াতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। জরুরিভাবে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।