স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অনার্স ও মাস্টার্স পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত করতে অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে মো. আফছারুল আমীনের সভাপতিত্বে একটি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় শিক্ষকের জালসনদ এবং টাইমস্কেল জালিয়াতি, অনার্স এবং মাস্টার্স পর্যায়ে নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মো. আব্দুল কুদ্দুস, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এসএম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু সভায় অংশগ্রহণ করেন। সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন’ পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ২ মাসের মধ্যে প্রতিবেদন উপস্থাপনের পরামর্শ দেয়া হয়। এছাড়া ৬৪ জেলার ৬৪টি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বর্তমান বছরের ডিসেম্বর থেকে মা সমাবেশের আয়োজন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।