স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এভিন লুইসের দুরন্ত শতকে ঢাকা ডাইনামাইটসকে ৯ উইকেটে পরাজিত করেছে বরিশাল বুলস। জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ঢাকার দেয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দু উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার ও এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিঙে সহজেই জয় পায় বরিশাল। ১২৭ রান করে বিচ্ছিন্ন হন তারা। রনি তালুকদার আউট হন ৩৮ রানে। তবে এভিন লুইস ১০১ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন। তিনি ৬৫ বলে ৬টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে শতরানের ইনিংসটি পূর্ণ করেন। বিপিএলের চলতি আসরে এটি প্রথম শতক।
এরআগে চট্টগ্রামে দ্বিতীয় পর্বের ম্যাচে গতকাল মঙ্গলবার টসে জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায় বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ। ইনিংসের প্রথম দিকে রানের গতি শ্লথ থাকলেও শেষদিকে রানের চাকা দ্রুতই ঘুরতে থাকে ঢাকার। সাঙ্গাকারা ৪৭ বলে ৬০ রান ও শেষ দিকে রায়ান ডসচেট’র দুরন্ত গতির ৩২ বলে ৪৫ রান ঢাকাকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। বরিশালের হয়ে কেভন কুপার ও প্রসন্ন দুটি করে উইকেট লাভ করেন। ম্যাচসেরা হয়েছেন এভিন লুইস।