স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটে জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার রবজেল হক প্রমুখ। সভায় প্রকাশ্যে ধূমপানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সকল সরকারি অফিস ধূমপানমুক্তকরণে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে আলোচনা করা হয়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রকাশ্যে ধূমপানকারীদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিতকরণ করার লক্ষ্যে টাস্কফোর্সকে নির্দেশ দেয়া হয়।