স্টাফ রিপোর্টার: ‘জঙ্গিবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নির্মূল করো’ স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আয়োজনে জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে শহীদ হাসান চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে চুয়াডাঙ্গা জেলা কমান্ডার আবু হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ডার আ.শু বাঙ্গালীসহ জেলার কয়েকশ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। পরে জেলা শিল্পকলার মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, ডেপুটি কমান্ডার মোস্তফা খান, শহীদ হোসেন, অর্থ কমান্ডার ফজলুল হক, সাংগঠনিক কমান্ডার আতিয়ার রহমান, সহকারী কমান্ডার সিরাজুল ইসলাম, আহসান আলী, নজির উদ্দিন, কেএম জোসা, পৌর কমান্ডার হাফিজুর রহমান বাবু, ডেপুটি কমান্ডার শাহজাহান, সদস্য ইসরাফিল হোসেন, সদর উপজেলা সহকারী কমান্ডার আবুল কাশেম, উসমান আলী, আজিজুল হক প্রমুখ।
বক্তব্যে জেলা কমান্ডার আবু হোসেন বলেন, আ.লীগ সরকার মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিয়ে থাকে। আর যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করতো তারা এ দেশে আজও বিরাজমান। তাদের অপশক্তি রুখতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ স্বাধীনতা বিরোধী শক্তি এ দেশে যতো দিন থাকবে ততো দিন উন্নয়ন সম্ভব নয়। আমাদের দেশকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আরও একবার যুদ্ধ করবে। এছাড়া মুক্তিযোদ্ধা দিবসটি সরকারিভাবে পালন করার দাবি জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ডার আ.শু বাঙ্গালী।