স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রামের শিশু শিহাব হত্যা মামলার দু আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের তিন দিনের রিমান্ডে আদেশ দেন। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিন মঞ্জুর করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী তোয়াজ উদ্দিন লাল্টুর শিশুপুত্র তৃতীয় শ্রেণির ছাত্র শিহাব গত ২৮ অক্টোবরে অপহৃত হয়। তার সন্ধান চেয়ে গ্রামে মাইকিংও করা হয়। কিন্তু নিখোঁজ হওয়ার দু দিন পর ৩০ অক্টোবর দুপুরে পার্শ্ববর্তী শিবপুর গ্রামের গলাকাটা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিহাবের মা বিলকিস খাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে শিহাবের মাকে মোবাইলফোনে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। তারা মামলা তুলে নেয়ার জন্য একের পর এক হুমকি দিতে থাকে। এক পর্যায়ে বাদী বিলকিস খাতুন জেলা গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন। গত ১৭ নভেম্বর শিহাব হত্যা মামলার প্রধান দু আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কুতুবপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে সুলতান ও একই গ্রামের মৃত শমসেরের ছেলে আব্দুল আলীম। পরে থানায় সোপর্দ করা হলে তাদেরকে আদালত জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সুলতান ও আব্দুল আলীমের পাঁচদিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করে পুলিশ। গতকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ছিলো। চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুর রহিম রিমান্ড শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।