গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ধলামোড় এলাকায় মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে বর্ষা খাতুন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্কুলের সামনের রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বর্ষা খাতুন রামকৃষ্ণপুর ধলা গ্রামের দিনমজুর মিরাজুল ইসলামের মেয়ে ও স্থানীয় রামকৃষ্ণপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, বর্ষা বিদ্যালয়ে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলো। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিলে সে মারাত্বক আহত হয়। মোটরসাইকেল চালক নিজেই আহতকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশু বর্ষা মারা যায় বলে নিশ্চিত করে তার পরিবার।