চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল আজ বুধবার। গত কয়েকদিন ধরেই আজকের সম্মেলন সফল করার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়। মঞ্চ নির্মাণ থেকে শুরু করে সব কিছুতেই তদারকি করছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সহযোগিতায় রয়েছে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজকের সম্মেলনের সবকিছু ঠিক ঠাক হয়েছে কি-না তা সরেজমিন ঘুরে দেখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলন শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসনেরও রয়েছে বিশেষ দৃষ্টি। সম্মেলনেই কাউন্সিলদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি হবে? নাকি গোপন ভোট পর্যন্ত করতে হবে? অবশ্য সম্মেলন থেকে কমিটি ঘোষণা নাও দেয়া হতে পারে। দলীয় একাধিকসূত্র এরকমই মন্তব্য করে বলেছেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন পর্ব মূলত কাউন্সিলদের ওপরই ছেড়ে দেয়া হতে পারে।