সম্প্রতি প্রকাশিত হয়েছে শাহরুখ খান এবং কাজল অভিনীত দিলওয়ালে সিনেমার ‘গেরুয়া’ গানটি। প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে গানটি। কিন্তু গানটির শুটিং করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিলেন শাহরুখ। আর শাহরুখকে এ দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন তার বহুদিনের বন্ধু কাজল।
‘গেরুয়া’ গানের একটি দৃশ্যের জন্য উঁচু জলপ্রপাতের ধারে শুটিং করছিলেন শাহরুখ এবং কাজল। কিন্তু হঠাৎ করেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পরে যাওয়ার উপক্রম হন শাহরুখ। কিন্তু সেই মুহূর্তে শাহরুখের হাত ধরে তার জীবন বাঁচিয়ে দেন কাজল।
সম্প্রতি ‘গেরুয়া’ গানটি কীভাবে তৈরি হয়েছিল তার একটি ভিডিও প্রকাশ করে দিলওয়ালে টিম। সেখানেই সে তথ্যটি দেন শাহরুখ। এছাড়া গানটি তৈরি করতে গিয়ে নানা মজার ঘটনাও বর্ণনা করেন তারা।
প্রীতমের মিউজিকে ‘গেরুয়া’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও অন্তরা মিত্র। কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। শাহরুখ-কাজলের পাশাপাশি গানটির অন্যতম আকর্ষণ ব্যাকগ্রাউন্ড দৃশ্য। সিনেমাটোগ্রাফি, লোকেশন আর ভিজ্যুয়াল ইফেক্টের মুগ্ধ করার মতো। ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছেন বলিউডের এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত শাহরুখ-কাজল জুটির নতুন সিনেমা দিলওয়ালে। পরিচালনায় রয়েছেন রোহিত শেঠি। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বরুন ধাওয়ান, কৃতি স্যানন, জনি লিভার, বোমান ইরানী সহ অনেকে।