স্টাফ রিপোর্টার: বাগদান সম্পন্ন হয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের। গত শনিবার ঢাকায় এ কাজটি সম্পন্ন করেছেন তিনি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। হবু স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডি। তিনি জাতীয় ক্রিকেট দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টির ছোট বোন। মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ ছেলের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গত শনিবার কিছুটা অনাড়ম্বরভাবেই বাগদান সম্পন্ন হয়েছে। ঠিক কবে মুশফিকুর রহিমের বিয়ে হতে যাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু না জানালেও মাহবুব হামিদ ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ড দলের চলতি সফর শেষ হওয়ার পরপরই কাজটি সম্পন্ন হতে পারে। তবে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই জানালেন মুশফিকুর রহিমের বাবা।