বিশ্ব টুকিটাকি : খ্রিস্টান-মুসলিম ভাই-ভাই : পোপ ফ্রান্সিস

খ্রিস্টান-মুসলিম ভাই-ভাই : পোপ ফ্রান্সিস
মাথাভাঙ্গা মনিটর: আফ্রিকা সফরে একটি মসজিদে গিয়ে সহিংসতা ভুলে মুসলিম আর খ্রিস্টানদের ভাই হিসেবে শান্তিপূর্ণ বসবাসের আহ্বান জানিয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল সোমবার তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বানগিতে ওই মসজিদ পরিদর্শনে যান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। আফ্রিকার এই দেশটিতে তিন বছর ধরে ধর্মীয় সংঘাতের মধ্যে সংখ্যালঘু মুসলিমরা রাজধানীতে নিরাপদে বসবাসের দাবি জানিয়ে আসছে। পোপ গত কয়েকদিন ধরে আফ্রিকার কয়েকটি দেশ সফর করছেন। তবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে মসজিদ পরিদর্শনকেই সবচেয়ে ‍গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিবিসির প্রতিনিধি। মসজিদে ইমামকে পাশে রেখে মুসলিমদের ‍উদ্দেশে ল্যাতিনে ভাষণ দেন পোপ ফ্রান্সিস। তা সাথে সাথে স্থানীয় ভাষা সাংগোয় তা অনুবাদ করে শোনানো হয়। পোপ বলেন, খ্রিস্টান ও মুসলিমরা পরস্পরের ভাই-বোন। সফরের জন্য খ্রিস্টানদের ধর্মীয় গুরুকে ধন্যবাদ জানিয়ে মসজিদটির ইমাম তিদিয়ানি নাইবি বলেন, পোপের এই পরিদর্শন এমন একটি প্রতীক, যা সবার বোধগম্য। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রায় অর্ধ কোটি জনসংখ্যার ১৫ শতাংশ মুসলিম। বঞ্চনার শিকার মুসলিমদের একটি দল বিদ্রোহী হয়ে সশস্ত্র লড়াইয়ে নেমে প্রেসিডেন্টকে উৎখাতের পর কয়েকদিনের জন্য রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছিলো। তারপর থেকে সংঘাত চলছে। হিউম্যান রাইটস ওয়াচের পরিসংখ্যান বলছে, সংঘাতের কারণে গত তিন বছরে ১ লাখের বেশি মুসলিম রাজধানী ছেড়েছে, আর ১৫ হাজার আশ্রয় নিয়ে আছে একটি এলাকায়। ধর্মীয় এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে খ্রিস্টান ও মুসলিম উভয় পক্ষকে যুদ্ধ ছেড়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন পোপ। তিনি বলেছেন, অস্ত্র ছাড়তে হবে, তার বদলে প্রতিষ্ঠা করতে হবে ন্যায়বিচার, ভালোবাসা, দয়া আর সত্যিকারের শান্তি।

জলবায়ু পরিবর্তন : দায় স্বীকার করে দায়িত্ব নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র জলবায়ু সঙ্কট সৃষ্টির দায় স্বীকার করে নিয়ে এ সমস্যা সমাধানের দায়িত্ব নিতে আগ্রহী বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে গিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করারও প্রয়োজন নেই বলে জানান তিনি। গতকাল সোমবার প্যারিসের জলবায়ু সম্মেলনের ভাষণে ওবামা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি অন্য যে কোনো সময়ের চেয়ে এ শতাব্দীতে আরও মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে উল্লেখ করেন ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এবং দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ। এ দেশের নেতা হিসেবে আমরা শুধুমাত্র এ সমস্যা সৃষ্টির জন্য আমাদের দায় স্বীকার করছি না বরং এ সমস্যা সমাধানে নিজেদের দায়িত্ব গ্রহণেও আমরা আগ্রহী। এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলন বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণের বৈশ্বিক চেষ্টায় নতুন মোড় পরিবর্তন ঘটাতে পারে বলেও আশা প্রকাশ করেন ওবামা। ১৫০ টিরও বেশি নেতাদের অংশগ্রহণে সম্মেলন চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

দ্রুতই আরো বহুদূর যাওয়া প্রয়োজন : বান কি-মুন
মাথাভাঙ্গা মনিটর: জলবায়ু সম্মেলনের শুরুতেই বিশ্বে বিপজ্জনকভাবে বাড়তে থাকা তাপমাত্রা কমিয়ে আনতে বিশ্ব নেতাদেরকে আরো দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। প্যারিসে দু সপ্তাহের সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি বলেছেন, গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে ১৮০টি দেশ যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিশ্ব উষ্ণায়ন কমানোর পথে খুবই শুভযাত্রা হলেও বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের (৩ দশমিক ৬ ফারেনহাইট) মধ্যে সীমিত রাখার জন্য তা যথেস্ট নয়। বান কি-মুন বলেন, প্যারিসের এ সম্মেলনে চূড়ান্ত একটি মোড় পরিবর্তন হতেই হবে। বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনতে আমাদের আরো দ্রুতই আরো বহুদূর যাওয়া প্রয়োজন।

হার মানবে বার্ধক্য : আয়ু হবে ১২০!
মাথাভাঙ্গা মনিটর: বিজ্ঞানীদের বিশ্বাস ডায়াবেটিসের সাধারণ ওষুধ মেটফরমিনেই লুকিয়ে রয়েছে মানুষের দীর্ঘায়ু হওয়ার রহস্য। এ নিয়ে ২০১৬ সালেই মানুষের ওপর যুগান্তকারী কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাতে যাচ্ছেন বিজ্ঞানীরা। এর মাধ্যমে আলঝেইমার ও পারকিনসনস এর মতো রোগবালাই নিরাময় করা সম্ভব হবে বলেও ধারণা করা হচ্ছে। যার ফলে মানুষের দ্রুত বুড়িয়ে যাওয়া ঠেকানো এবং ১১০ ও ১২০ এর কোঠায় গিয়েও সুস্বাস্থ্য বজায় রাখা যাবে। যদিও বিষয়টিকে কল্পবিজ্ঞানের কাহিনির মতোই লাগছে তথাপি গবেষণায় ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে, ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন বিভিন্ন প্রাণির আয়ু দীর্ঘায়িত করেছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানুষের ওপরও ওষুধটির প্রয়োগে একই রকম ফল হয় কি-না তা পরীক্ষা করে দেখার অনুমোদন দিয়ে দিয়েছে। যদি এই পরীক্ষা সফল হয় তার মানে দাড়াঁবে ওষুধটি সেবনে একজন মানুষ ৭০ বছর বয়সেও ৫০ বছরের মতোই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। এর ফলে ক্যান্সার, ডায়াবেটিস ও ডিমেনশিয়ার মতো রোগের আলাদা আলাদা চিকিত্সাযজ্ঞের বদলে শুধুমাত্র বার্ধর্ক্যের গতিরোধ করা গেলেই সব রোগ প্রতিরোধ করা যাবে। যা চিকিত্সা বিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা করবে।

Leave a comment