চুয়াডাঙ্গা দেওয়ানি আদালতে অবকাশকালীন জজ ছয়দিন বিচার কাজ পরিচালনা করবেন

স্টাফ রিপোর্টার: দেওয়ানি আদালতের অবকাশকালীন জজ হিসেবে বিচারকার্য পরিচালনা করবেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা-৩ কর্তৃক গত ১১ নভেম্বর চুয়াডাঙ্গা দেওয়ানি আদালতের অবকাশকালীন জজ হিসেবে চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীকে এ দায়িত্ব দেয়া হয়। তিনি ২ ও ৩ ডিসেম্বর, ১৩ ও ১৪ ডিসেম্বর এবং ২০ ও ২১ ডিসেম্বর এই ছয়দিন অবকাশকালীন জজ হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের দেওয়ানি আদালতসমূহ ডিসেম্বর মাস অবকাশকালীন ছুটি হিসেবে বন্ধ থাকে। তবে, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম চালু থাকে ।

Leave a comment