স্টাফ রিপোর্টার: ওষুধের বিক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় ফায়ার স্টেশনপাড়ার শরিফুল (১৮)। সে বদর উদ্দীনের ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মাত্রাতিরিক্ত ঘুমের পিল সেবনে পুলিশের এক মহিলা কনস্টেবল অসুস্থ হয়ে পড়েছেন।
শরিফুলের শয্যাপাশে থাকা লোকজন বলেছেন, শরিফুল কুষ্টিয়ায় থেকে পড়াশোনা করে। সেখানে অসুস্থ হয়ে পড়ে। বাড়ি ফেরে। ওষুধ সেবনের পর অস্থিরতা শুরু করলে তাকে হাসপাতালে আনা হয়েছে। মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণেই এ অবস্থা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে মাত্রাতিরিক্ত ঘুমের পিল সেবনে পুলিশের মহিলা কনস্টেবল কবরী খাতুন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।