আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নতিডাঙ্গা আলেয়া মাদরাসার শিক্ষক জামায়াত কর্মী মাও. ফারুক হোসেনকে পুলিশ আটক করেছে। নাশকতা সৃষ্টির সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার তাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার মৃত ইছাহক আলীর ছেলে মাও. ফারুক হোসেন দীর্ঘদিন ধরে আলমডাঙ্গার নন এমপিওভূক্ত নতিডাঙ্গা আলেয়া মাদরাসায় শিক্ষকতা করে আসছেন। গতকাল দুপুরে মাদরাসার নিকট থেকে পুলিশ তাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, তিনি জামায়াত কর্মী। ২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নাশকতা সৃষ্টি আশঙ্কার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে, মাও ফারুক হোসেন জামায়াতের সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন। মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণে গ্রামের যারা তাকে অপছন্দ করেন, তারা পুলিশের নিকট মিথ্যা অভিযোগ করেছে বলে তিনি দাবি করেছেন।