স্টাফ রিপোর্টার: পূর্বাঞ্চল সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপারসন বাসস পরিচালক আলহাজ লিয়াকত আলীর জানাজা আজ মঙ্গলবার বেলা ১১টায় খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। এর আগে আজ সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব চত্বরে মরহুমের প্রতি সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করবে। জানাজা শেষে নগরীর বসুপাড়া কবরস্থানে লাশ দাফন করা হবে।
গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকালের পর আলহাজ লিয়াকত আলীর মরদেহ রোববার দুপুর ১২টার দিকে খুলনায় আনা হয়। প্রথমে নগরীর ইকবাল নগরস্থ দৈনিক পূর্বাঞ্চল কার্যালয়ে লাশ আনার পর সাংবাদিক, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সেখানো জড়ো হন। পূর্বাঞ্চল কার্যালয়ের সামনে লাশ কিছু সময় রাখার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেড হাউজে রাখা হয়। গতকাল সোমবার দুপুরে মরহুমের ছেলে সানি মোহাম্মদ আলী আমেরিকা থেকে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেন। পরে সেখান থেকে তিনি সন্ধ্যায় খুলনা আসেন। অন্যান্য আত্মীয়-স্বজনও ইতোমধ্যে খুলনায় পৌঁছে গেছেন। মরহুমের ছেলে সানি মোহাম্মদ আলী আসার পর রাতেই দোয়া মাহফিলের সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবারের পরিবর্তে আজ মঙ্গলবার আসর বাদ ইকবাল মসজিদে করার সিদ্ধান্ত হয়। পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক বেগম ফেরদৌসী আলী দুরারোগ্য রোগে আক্রান্ত থাকায় তাকে নিয়ে আগামীকাল বুধবারই ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়ায় এ সিদ্ধান্ত পরিবর্তন হয়। সংশ্লিষ্ট সকলকে এবং মরহুমের শুভাকাঙ্খীদের আজ মঙ্গলবার আসর বাদ ইকবাল মসজিদে অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য পূর্বাঞ্চল-ট্রিবিউন পরিবার এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।