স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় নাশকতা সৃষ্টির দায়ে আটক ৯ পিকেটারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো-সদর উপজেলার ত্রিমোহনীর হাফিজুর (৩৭), আতিয়ার (৩০), তরিকুল ইসলাম (২৩), টকি (১৮), শামীম (২১), সোহেল (২৫) এবং ভেড়ামারার আইনুল ইসলাম (৪৫), নাসির মণ্ডল (৪০) ও সাইফুল ইসলাম (৩৯)। এরা সবাই জেলা বিএনপি ও ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। এদের মধ্যে ৬ জনকে ৬ মাসের কারাদণ্ড, একজনকে ১ মাসের ও দু জনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে সদর উপজেলার ত্রিমোহনী সড়ক ও ভেড়ামারা উপজেলা সদর সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে নাশকতা সৃষ্টির চেষ্টা চালায় পিকেটাররা। এ সময় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম জামাল আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে জেলা সদরের খাজানগর থেকে একই অভিযোগে আটক ৫ পিকেটারকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে সোহাগ আলম (১৭), আজিজুল ইসলাম (১৭) ও স্বপনকে (১৭) এক বছরের এবং রাজ্জাক (২৩) ও রুবেলকে (২২) ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।