স্টাফ রিপোর্টার: মেহেরপুর বারাদী বীজ উৎপাদন খামারের দুটি গরু খামারের উপপরিচালক (ডিডি) মজিবর রহমান টেন্ডারের নামে স্থানীয় কসাইয়ের কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়তি অর্থ করেছেন পকেটস্থ। টেন্ডারে অংশগ্রহণকারীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মজিবর রহমান।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর খামারের দুটি গরু বিক্রির টেন্ডারে অংশগ্রহণ করেন স্থানীয় কয়েকজন। ২৫ হাজার থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত দর দেন কয়েকজন ক্রেতা। বারাদী বাজারের আব্দুর রশিদ নামের এক ব্যক্তি ৩২ হাজার টাকা দর দেন। আব্দুর রশিদের অভিযোগ, সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি গরু দুটি ক্রয়ের ন্যায্য দরদাতা হলেও তাকে গরু দেয়া হয়নি। রাজনগর গ্রামের কসাই শফি উদ্দীনের কাছে গরু দুটি ৪৫ হাজার টাকায় বিক্রি করেন খামারের উপপরিচালক মজিবর রহমান। ৩৪ হাজার টাকায় টেন্ডারে বিক্রি দেখিয়ে বাকি অর্থ পকেটস্থ করেন তিনি। এ নিয়ে টেন্ডারে অংশগ্রহণকারীদের মাঝে অসন্তোষ দেখা দিলেও তাতে কর্ণপাত করেননি ডিডি মজিবর রহমান। টেন্ডারের কাগজপত্র দেখতে চাইলে উপপরিচালক মজিবর রহমান বলেন, অফিসের কাগজ আপনাকে কেন দেখাবো? তথ্য অধিকার আইন অনুযায়ী যে কোনো তথ্য দিতে বাধ্য এমন কথা বলতেই তিনি সুর পাল্টিয়ে বলেন সব অভিযোগ মিথ্যা।