ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতার বাসায় দুটি ককটেল বিস্ফোরণ

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সদর উপজেলা চেয়াম্যান জেলা আওয়ামী লীগের তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক কনক কান্তি দাসের বাসায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের হামদহ এলাকার বাসায় এ হামলার ঘটনা ঘটে। এসময় তিনি বাসাতেই ছিলেন। তবে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত একদল দুর্বৃত্ত বাসাকে লক্ষ্য করে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করেছে।

সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কনক কান্তি দাস জানান, হরতাল সমর্থনকারীরা নাশকতার উদ্দেশ্যে তার বাসায় হামলা চালায়।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ ককটেল বিস্ফোরণের সতস্য স্বীকার করে জানান, ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।