আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হিজুলী সড়কে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীরা তাণ্ডব চালায়। ছিনতাইকারীদের লাঠির আঘাতে মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. হান্নান মোটরসাইকেলযোগে তার শশুরবাড়ি আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের উদ্দ্যেশে রওনা হন। পথিমধ্যে দিনদত্ত ব্রিজ থেকে কিছুটা দূরে আমঝুপি হিজুলী সড়কে ছেউটি নামক স্থানে পৌঁছালে ওত পেতে থাকা ৫/৬ জন ছিনতাইকারী তাকে আক্রমন করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে মোটরসাইকেলচালক হান্নানের চিৎকারে পথচারীরা ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় তাদের লাঠির আঘাতে ইউপি সদস্য আব্দুল হান্নান আহত হন। পথচারীরা আহত ইউপি সদস্যকে উদ্ধার করে হিজুলী গ্রামে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ওই গ্রামে তার শশুরবাড়িতে পৌঁছে দেয়।