ঝিনাইদহে আ.লীগের আনন্দ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার দুপুরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সহসভাপতি অ্যাড. আজিজুর রহমান, অ্যাড.আব্দুর রিশিদ, তৈয়ব আলী জোয়ার্দ্দার, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান কণক কান্তি দাস ও সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল প্রমুখ। সম্মেলনের ৮ মাস পর পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।