স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি এমএম শাহজাহান মুকুল ও সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম নির্বাচনে বিজয়ের পর গণসংযোগ করেছেন। গতকাল শনিবার দিনভর জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে এ গণসংযোগ কর্মসূচি করেন। বেলা ১০টায় জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন’র বাসভবনে যান বারের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। বাসভবনে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। এ সময় পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপস্থিত ছিলেন। হুইপ ছেলুন জোয়ার্দ্দার বারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নব-নির্বাচিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং বার উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও মজিবুল হক মালিকসহ বিএনপির নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ নির্বাচিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া, আওয়ামী ও সমমনা আইনজীবী পরিষদের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল আলম রান্টু, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজি মোসলেম উদ্দিন, শহিদুল ইসলাম ও হাজি আব্দুস সামাদসহ অন্যান্য আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ছিলেন বারের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।
উল্লেখ্য, গত শুক্রবার উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি এমএম শাহজাহান মুকুল, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্মসম্পাদক খন্দকার অহিদুল আলম এবং সদস্য মাসুদ পারভেজ রাসেল, জামাল উদ্দিন, এসএম হুমায়ুন কবীর ও রুবিনা পারভীন। আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী ও সমমনা আইনজীবী পরিষদ থেকে সহসভাপতি মো. শাহ আলম, যুগ্মসম্পাদক এসএম শরীফ উদ্দীন হাসু এবং সদস্য মনিবুল আলম পলাশ, মাসুদুর রহমান রানা, সুজাউদ্দিন, আনারুল হক ও আবু তালেব বিশ্বাস।
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের গণসংযোগ
