আলমডাঙ্গা ব্যুরো: গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা কলেজে ছাত্রদলকর্মী সাহাবুল হককে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ নামধারী কয়েক যুবক।
জানা গেছে, আলমডাঙ্গা কলেজপাড়ার নওশের আলীর ছেলে ছাত্রদলকর্মী সাহাবুল হক আলমডাঙ্গা ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্র। গতকাল সকালে হরতাল সমর্থনে মিছিল শেষে সে কলেজে যায়। সে সময় ছাত্রলীগ নামধারী কতিপয় যুবকরা তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। বর্তমানে তাকে হারদী হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে।