রংপুরকে হারিয়ে ভিক্টোরিয়ানসদের হ্যাটট্রিক

স্টাফ রিপোর্টার: নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটসের বিরুদ্ধে হেরেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ানস। দল হিসেবে কুমিল্লার ওই পরাজয় কারো কাছেই অস্বাভাবিক ছিলো না। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ঘুরে দাঁড়ায় ভিক্টোরিয়ানসরা। সর্বশেষ গতকাল শুক্রবার রংপুর রাইডার্সকে হারিয়ে টানা তিনটি জয় তুলে নিলো তারা।
রংপুর রাইডার্সের দেয়া ৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে গতকাল সহজেই জয় পায় কুমিল্লা। তারা ৯ উইকেটের বড় জয়ে শিরোপার দৌড়ে এগিয়ে গেল। এদিন মারলন স্যামুয়েলসের ২৪ বলে ৪২ রানে ভর করে ৪৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় মাশরাফিরা। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিঙে নেমে নিষিদ্ধ সাকিব আল হাসানকে ছাড়া দাঁড়াতেই পারেনি রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলিং তোপে বড় সংগ্রহ করতে পারেনি রংপুর।
মিসবাহ-উল হকের নেতৃত্বে মাত্র ৮২ রান করে রংপুর রাউডার্স যা বিপিএলের চলতি আসরে কোনো দলের সর্বনিম্ন। রংপুরের হয়ে মোহাম্মদ মিথুন ২৮ আর সাকলাইয়েন সজীব দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করেন। এরআগে মিরপুর শের-বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নুয়ান কুলাসেকারার বোলিং তোপে রীতিমতো বিধ্বস্ত হয় রংপুর। লঙ্কান এ পেসার ১২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন মারলন স্যামুয়েলস।

Leave a comment