স্টাফ রিপোর্টার: ‘রাব্বি আঙ্কেল আমি আম্মুর কাছে যাব- এমন আকুতিই কাল হয়ে দাঁড়িয়েছিলো শিশু রুপার (৫)। চিনে ফেলায় পাষণ্ড অপহরণকারীরা গলাটিপে হত্যা করে তাকে। আর একমাত্র বুকের ধন হারিয়ে রুপার মা লিপি আক্তার বাকশূন্য, পাগল প্রায়। রুপার জন্য বিলাপ করছেন আর মূর্ছা যাচ্ছেন। রুপার বাবা মালয়েশিয়া প্রবাসী হজরত আলী এ দুঃসংবাদ বিশ্বাস করতে পারছেন না। তাই বারবার ফোন করে রুপাকে চাচ্ছেন আর হাউমাউ করে কাঁদছেন।
গত বৃহস্পতিবার দুপুরে অপহরণের মাত্র ১৭ ঘণ্টা পর গতকাল শুক্রবার সকাল ৭টায় বাড়ির পাশেই লাশ মিলেছে শিশু শ্রেণির ছাত্রী হাফছা আক্তার রুপার। রুপাকে জীবিত উদ্ধার করতে না পারলেও গ্রেফতার করা হয়েছে এক অপহরণকারীকে। রুপাকে ফিরিয়ে দিতে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও অপহরণকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। পুলিশের হাতে গ্রেফতারকৃত অপহরণকারী রাব্বি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটিই জানিয়েছে।