কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৮ জন আহত হয়েছে। এ সময় মহিলাসহ ১৮ জনকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামে দীর্ঘদিন ধরে প্রফেসার শাহাজাহান আলী লস্কর গ্রুপের সাথে শাহাজাহান আলী মণ্ডল গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিলো। পুলিশ কয়েক দফা চেষ্টা করেও দ্বন্দ্ব মীমাংসা করতে ব্যর্থ হয়। এরই জের ধরে শুক্রবার সকালে কমলাপুর বাজারে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে মহিলাসহ ১৮ জনকে আটক করে। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্য ঘটনাস্থলে পুলিশের টহল বাড়ানো হয়েছে।