গাংনী প্রতিনিধি: মেয়ের বাল্যবিয়ের আয়োজন করে ফেঁসে গেলেন হিন্দা গ্রামের আমিরুল ইসলাম। এ অপরাধে তাকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিনের ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে পণ্ড করে কনের পিতাকে এক হাজার টাকা জরিমানা করেন।
হিন্দা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে এইচএমএইচভি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। গতকাল তার বিয়ের আয়োজন করে পরিবার। সদর উপজেলার কুতুবপুর গ্রামের বরপক্ষ কনের বাড়িতে পৌঁছুনোর আগেই সেখানে পৌঁছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। বাল্যবিয়ে নিরোধ আইনে কনের পিতা আমিরুলকে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। তাকে আবারো লেখাপাড়া করানোর বিষয়ে প্রতিশ্রুতি আদায় করেন ইউএনও।