স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জুলেখা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গত বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে তিনি ঢাকার বারডেম হাসপাতালে মারা যান। গতকাল শুক্রবার বাদজুম্মা চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা গুলশানপাড়ার প্রয়াত নজরুল ইসলামের স্ত্রী জুলেখা খাতুন (৬৯) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেয়া হয়। মৃত্যুকালে জুলেখা খাতুন ৫ ছেলে, এক মেয়ে নাতিনাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত জুলেখা খাতুন চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের ক্লাসিক ফ্যাশনের স্বত্বাধিকারী শান্তর মা।