অ্যাপেক্স ক্লাব অব চুয়াডাঙ্গার কমিটি গঠন করা হয়েছে। ২০১৬ সালের জন্য বার্ষিক এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাপেক্সিয়ান সেলিম আহমেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাপেক্সিয়ান ওহিদুল ইসলাম জোয়ার্দ্দার।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা মালেকা মডার্ন টাউয়ারের অ্যাপেক্স ক্লাবে সর্বসম্মতিক্রমে বার্ষিক কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজীবন সদস্য সোহরাব হোসেন। প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি আরসাদ উদ্দীন চন্দন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশীদ। সার্বিক সহযোগিতায় ছিলেন পিপি অ্যাড. শামশুজ্জোহা। প্রেসবিজ্ঞপ্তি।