আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পিতৃবিয়োগে শোক সন্তপ্ত পরিবারের পাশে ছুটে গেলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর দে’র পিতা সুবোদ কুমার দে গতকাল শুক্রবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে সন্ধ্যায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিসহ নেতৃবৃন্দ মরহুমের ফরিদপুরের বাড়িতে ছুটে যান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, জেলা জাসদের আহ্বায়ক সবেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠাণ্ডু, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি জেনারুল ইসলাম বিশ্বাস, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, পিন্টু মেম্বার, আব্দুর রশিদ যুবলীগ নেতা ফিরোজ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক প্রমুখ। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।