ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের সিংদহ মাঠে এক ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার পরিচয় জানা যায়নি। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে।
শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, রাতে হাত-পা বেঁধে তাকে গলায় গামছার ফাঁস দিয়ে নির্জন মাঠের মধ্যে হত্যা করে দুর্বৃত্তরা। তার বয়স আনুমানিক ৪০ বছর। লাশের পাশে একটি কম্বল পড়ে আছে। সকালে গ্রামবাসী থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠায়।