ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুঘরিপান্থাপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী নার্গিস বেগম (২৬) ঘুঘরিপান্থাপাড়া গ্রামে বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলামের স্ত্রী। নিহত নারর্গিসের পিতা জীবননগর পেয়ারাতলা গ্রামের নীল মিয়া জানিয়েছেন, প্রবাসী স্বামীর সাথে মোবাইলফোনের মাধ্যমে গোলযোগ করার পর নার্গিস বেগম বুধবার দুপুরে দানাদার কীটনাশক খায়। এরপর তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।