চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন : সভাপতি সম্পাদকসহ আটটি পদে বিএনপির সমর্থিতদের জয়লাভ

স্টাফ রিপোর্টার : (২৭-১১-১৫)
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছে। অপরদিকে আওয়ামী ও সমমনা আইনজীবী পরিষদ সহসভাপতি ও যুগ্ম সম্পাদকের একটি করে পদসহ সাতটি পদে জয়লাভ করেছে।
নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক হিসেবে আলহাজ্ব আব্দুর রশিদ চৌধুরী রাত সোয়া আটটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর জেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা ও খন্দকার আব্দুুল জব্বার সোনাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বিজয়ী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভাপতি পদে এমএম শাহাজাহান মুকুল পেয়েছেন ৮০ ও নিকটতম প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৭২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম পেয়েছেন ৯৫ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল আলম রান্টু পেয়েছেন ৫৭ ভোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমএম শাহাজাহান মুকুল বলেন,‘ আজকের এ বিজয় সাধারণ আইনজীবীদের বিজয়। সাধারণ সদস্য ও বারের কল্যাণে অতীতে কাজ করেছি, আগামীতেও বারের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করবো। ’ সৈয়দ হেদায়েত হোসেন আসলাম বলেন,‘ সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আবারো একই পদে নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আগামীতে আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজসহ মডেল বার হিসেবে উন্নীত করা হবে। ’
নির্বাচিতরা হলেন, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি এমএম শাহজাহান মুকুল, সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার অহিদুল আলম এবং সদস্য মাসুদ পারভেজ রাসেল, জামাল উদ্দিন , এসএম হুমায়ুন কবীর ও রুবিনা পারভীন । আওয়ামীলীগ সমর্থিত আওয়ামী ও সমমনা আইনজীবী পরিষদ থেকে সহসভাপতি মো. শাহ আলম, যুগ্ম সম্পাদক এসএম শরীফ উদ্দীন হাসু এবং সদস্য মনিবুল আলম পলাশ , মাসুদুর রহমান রানা, সুজাউদ্দিন, আনারুল হক ও আবু তালেব বিশ্বাস ।
গতকাল শুক্রবার সকাল আটটা থেকে বেলা ১২ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫৯ জন ভোটারের মধ্যে ১৫৬ জন ভোট প্রয়োগ করেন। এর মধ্যে তিনটি ভোট বাতিল করা হয়েছে।
নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক হিসেবে আলহাজ্ব আব্দুর রশিদ চৌধুরী দায়িত্ব পালন করেন। তাঁকে সহযোগিতা করেন হাজী এমএম মনোয়ার হোসেন ও শহিদুল হক ।