কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ৱ্যাবের অভিযানে অস্ত্রব্যবসায়ী হাফিজুল ইসলামকে (২২) অস্ত্রসহ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুমারখালীর বেলগাছি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রব্যবসায়ী হাফিজুলকে আটক করে। ৱ্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালীর জাহেদপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে অস্ত্রব্যবসায়ী হাফিজুল বেলগাছি বাজারে অস্ত্র বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে ৱ্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ৱ্যাব ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১টি ৯ এমএম বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগজিন, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইলফোনসহ তাকে গ্রেফতার করে।
ৱ্যাব আরো জানায়, আসামি বিদেশ থেকে অস্ত্র ও গুলি এনে দীর্ঘ দিন যাবত অবৈধ অস্ত্রেরব্যবসা ও এলাকায় ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সৃষ্টি করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলো। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামির বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা হয়েছে।