ইবি কোষাধ্যক্ষ ড. আফজাল হোসেনকে অব্যাহতি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে আসা শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ফ্যাক্সবার্তা আসে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন, ১৯৮০ এর ১২ (২) ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদ থেকে অধ্যাপক ড. আফজাল হোসেনকে অব্যাহতি প্রদান করেছেন। তিনি তার মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এ যোগদান করবেন। ২০১৩ সালের ৪ এপ্রিল অধ্যাপক ড. আফজাল হোসেনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন তৎকালীন মাননীয় রাষ্ট্রপতি। ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১২ (২) ধারায় বলা আছে-‘কোষাধ্যক্ষ অসুস্থতাবশত কিংবা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে অথবা দায়িত্ব পালনে অসমর্থ হলে চ্যান্সেলর ভাইস চ্যান্সেলরের নিকট হতে রিপোর্ট পাবার পর কোষাধ্যক্ষের দায়িত্ব সম্পাদনের জন্য তিনি যে রূপ উপযুক্ত মনে করবেন, সেই রূপ ব্যবস্থা গ্রহণ করবেন।