মেহেরপুরে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের নেতৃত্বে বিএনপি’র অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের হোটেল বাজারস্থ থানা আওয়ামী লীগের কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গেলাম রাসুলকে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়খ আরিফুল এনাম বকুল ফুলের মালা দিয়ে বরণ করেন। যোগদানকারীরা হলেন মেহেরপুর সদর উপজেলার সুবিদুর-খাঁপাড়া গ্রামের বিএনপি নেতা শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম, আব্দুল লতিফ খান, জাফরুল ইসলাম, রিয়াজ খানসহ প্রায় ৫০ জন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজী আমানুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজ, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, সাবেক ছাত্রনেতা মাহিফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক কুদরুত-ই-খোদা রুবেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিউর রহমান মতিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিরুল খান প্রমুখ।