চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে শুরু হতে যাচ্ছে আইপিএল’র আদলে দ্বিতীয় এনপিএল ক্রিকেট প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে শুরু হতে যাচ্ছে আইপিএল’র আদলে এনপিএল (নাইটিঙ্গেল প্রিমিয়ার ক্রিকেট লীগ) ক্রিকেট প্রতিযোগিতা-২০১৫-১৬। প্রতিযোগিতার আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, চুয়াডাঙ্গার ক্রিকেটকে আরো এগিয়ে নিতে ও তৃর্ণমূল ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেয়ার জন্যই এ প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত ও নিয়ামাবলী অনুযায়ী টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা হবে ৮টি। দলগুলোর নাম হবে আইপিএল’র আদলে চুয়াডাঙ্গার স্মরণীয় ও ঐতিহাসিক স্থানের নামানুসারে। দলগুলোর নাম হলো, ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস্, ফ্রিডম ফাইটার আট কবর, কিংস্ ইলেভেন জীবননগর, রয়েল চ্যালেঞ্জার নাগদহ, সানরাইজার দশমাইল, আলমডাঙ্গা নাইট রাইডার্স, দর্শনা ডেয়ার ডেভিলস ও চুয়াডাঙ্গা রয়েলস।
প্রতিটি ম্যাচ হবে ২০ ওভারের। প্রতিটি দলে ১ জন করে মেনটরসহ ১৬ সদস্যের ক্রিকেট টিম হবে এবং একাডেমি থেকে প্রতিটি টিমের জন্য আলাদা রঙের পোশাক দেয়া হবে। প্রতিটি দলে মোট ক্রিকেটারের অর্ধেক অথাৎ ০৮ জন ক্রিকেটার চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির থাকবে। আর বাকী অর্ধেক ক্রিকেটার হবে চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা ও যাদের বয়স অনুর্ধ-১৬ বছর। খেলা হবে ম্যাটে, লাল/সাদা ক্রিকেট বলে। লীগ পর্বে প্রতিটি গ্রুপ ভুক্ত দল ১ বার করে একে অপরের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ও সর্বোচ্চ সংখ্যক ৬ অর্জনকারী ক্রিকেটার, সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার পুরস্কার পাবে। লীগ পর্বের প্রতিটি ম্যাচে জয়ের জন্য ২ পয়েন্ট, প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দল ১-১ পয়েন্ট করে পাবে। ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হবে। লীগ পর্বের অর্জিত পয়েন্টের ভিত্তিতে ৪টি দল সেমিফাইনালে উন্নীত হবে। দু সেমিফাইনালে বিজয়ী দল ফাইনাল খেলবে। ফাইনালে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য সিরিজ পুরস্কার ছাড়াও থাকবে চ্যাম্পিয়ণ ও রানার আপ দলের জন্য ট্রফি এবং প্রাইজ মানি। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে আইসিসি’র নিয়ম অনুসারে। অতি সত্বর প্রতিযোগিতার তারিখ জানিয়ে দেয়া হবে। তবে অবশ্যই সকল মাধ্যমিক বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার পরে প্রতিযোগিতার উদ্বোধনী দিন নির্ধারণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ দলের নাম খচিত প্ল্যাকার্ডসহ ৮টি দলের সকল ক্রিকেটারকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির প্রধান উপদেষ্টা চুয়াডাঙ্গা-১ সাংসদ মাননীয় হুইপ উপদেষ্টা মন্ডলীর সদস্য, ভিসি ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্র্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার, প্রশাসক চুয়াডাঙ্গা জেলা পরিষদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা, এনপিএর’র চেয়ারম্যান চুয়াডাঙ্গা পৌর মেয়র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি/সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি/সম্পাদক তাদের সম্মতিক্রমে উপস্থিত থাকবেন। প্রতিযোগিতার সদস্য সচিব হিসেবে দায়িক্ত পালন করবেন চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্মসদস্য সচিব চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোর্য়াদ্দার অনিক এবং প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দৈনিক মাথাভ্ঙ্গা পত্রিকা। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন একাডেমির পরিচালক ইসলাম রকিব, ব্যাটিং কোচ সাইফ রাসেল, ফিল্ডিং কোচ রাজু আহম্মেদ, বোলিং কোচ ইমরান । বি.দ্র. আগামি ১ ডিসেম্বর থেকে এনপিএল ক্রিকেট প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হবে।