কালীগঞ্জ ফুটবল একাদশ ৩ গোলে বিজয়ী

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ভুষণ হাইস্কুল মাঠে কালীগঞ্জ ক্রীড়া কল্যাণ সমিতির আয়োজনে ৮টি জেলার ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। গতকাল বিকেলে কালীগঞ্জ ক্রীড়া একাদশ ৩-১ গোলের ব্যবধানে বাগেরহাট দিগন্ত একাদশকে পরাজিত করে জয়লাভ করে। বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, জেলা পরিষদ প্রশাসক অহেদ জোয়ার্দ্দার, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মোচিক ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

Leave a comment