টিপ্পনী

টিপ্পনী
খবর:(সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় দু বিক্রেতাকে জরিমানা)
চামড়া পুরুট ফোঁকেন চুরুট
দেখতে মানুষ নবাব তিনি,
লোকটা আতেল মাখেন না তেল
ধরে আছেন স্বভাব তিনি।

শূন্য হাদান তর্ক বাধান
জ্ঞানী গুণী সাধক তিনি,
টানেন গাঁজা পুড়ছে পাজা
শুঁকে বেড়ান মাদক তিনি।

কী আর করা পড়লে ধরা
লাল দালানে যাবেন তিনি,
মাংস রুটি মোটামুটি
তৃপ্তি করে খাবেন তিনি।

Ñআহাদ আলী মোল্লা