চুয়াডাঙ্গায় যুব রেডক্রিসেন্টের তিনদিনের চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যুব রেড ক্রিসেন্টের ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় ১০জন মেয়েসহ মোট ৩০জন যুব রেডক্রিসেন্ট সদস্য হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব রেডক্রিসেন্ট সদস্যদেরকে বন্যা, জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, বড় আকারের দুর্ঘটনা ও মহামারী তথা অপ্রত্যাশিত যে কোনো বিপর্যয় মোকাবেলায় বিপন্ন ও বিপদগ্রস্ত আর্ত-পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জরুরি সেবা প্রদান নিশ্চিত করা, সাপে কাটা রোগীর জরুরি সেবা প্রদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মেইলে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য দিয়ে বলা হয়েছে, রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিট কার্যনির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাক’র জেলা প্রতিনিধি আজাদ মালিতা সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। বক্তব্য রাখেন প্রশিক্ষক রেড ক্রিসেন্ট সদর দফতরের প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর কাজী রাশেদ শিমুল ও চুয়াডাঙ্গা ইউনিট অফিসার শাহীন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটির সদস্য হুমায়ন কবীর মালিক, ফেরদৌস ওয়ারা সুন্না, অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন ও মাহমুদা জামান সরকার পলি। প্রশিক্ষণ কর্মশালায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন মহত আলী, বিপ্লব ও চুয়াডাঙ্গা যুব রেডক্রিসেন্ট প্রধান ওবাইদুল ইসলাম তুহিন। এতে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র সকল প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন।

Leave a comment