মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো একজন। নিহত রবিউল ইসলাম যশোর চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া গ্রামের জহর আলীর ছেলে।
মহেশপুর থানার এসআই সৈয়দ আলী জানান, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুর উপজেলার খালিশপুর কলারহাট নামক স্থানে মহেশপুর থেকে খাশিলপুরগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নসিমনের সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রবিউল ইসলাম নিহত হন। এ সময় আহত হয় একই উপজেলার চুটারহুদা গ্রামের বাহার আলীর ছেলে রবিউল (৪৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে তিনি জানান।