মাথাভাঙ্গা মনিটর: ইরাকের রাজধানী বাগদাদের আশপাশে শিয়া এলাকাগুলোতে এবং দেশটির উত্তরাঞ্চলে একদল সেনার ওপর গাড়িবোমা হামলার ঘটনায় গতকাল রোববার অন্তত ৪৯ জন প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এখনো কোনো দল বা পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, আল কায়েদাপন্থি সুন্নি মুসলিম সংগঠনগুলো শিয়া মুসলমানদের ওপর এসব প্রাণঘাতী হামলা চালানোর জন্য দায়ী। গত এক বছরে সুন্নিরা বহুবার শিয়াদের ওপর এ ধরনের হামলা চালিয়েছে। ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারকে অস্থিতিশীল করতে সুন্নি সংগঠনগুলো অহরহই সেনা ও নিরাপত্তারক্ষীদের ওপর এ ধরনের হামলা চালায়। গতকাল সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটেছে মসুল শহরে। পুলিশ জানায়, সেনারা যখন মাসের বেতন তোলার জন্য একটি সরকারি ব্যাংকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, তখন এক ব্যক্তি গাড়িতে বিস্ফোরক ভরে ওই স্থানে গিয়ে নিজেকেসহ উড়িয়ে দেয়। ঘটনাস্থলে ১২ ব্যক্তি প্রাণ হারায়। বাগদাদের আশপাশের এলাকাগুলোতে বোমা হামলায় বাকি ৩৭ ব্যক্তি মারা গেছে। নাহরাওয়ান শহরের এক ব্যস্ত বাজারে দুটি গাড়ি বোমা হামলায় সাত ব্যক্তি প্রাণ হারিয়েছে। বালাদিয়াত এলাকাতে মারা গেছে তিন ব্যক্তি। সেখান থেকে সুয়াদ আহমেদ নামের এক নারী বলেন, ‘আমি নাশতা করছিলাম। হঠাত বোমাতে ভবনটি কেঁপে উঠলো, জানালাগুলো ভেঙেচুরে গেলো আর পুরো খাবারটেবিল কাচের টুকরায় ভরে গেলো। মারাত্মক ভয় পেয়েছিলাম। পাশের বাড়ির মহিলা ও শিশুদের আর্তনাদ শুনতে পেলাম। কান্না পেলো। খুব বেশি করে মৃত্যুভয় পাচ্ছিলো।