স্টাফ রিপোর্টার: হরতাল ডেকে রাজধানীসহ দেশের তেমন কোনো জেলারই রাজপথে ছিলো না জামায়াত। গতকাল সকাল থেকেই মাঠে জামায়াত-শিবির নেতা-কর্মীদের দেখা যায়নি। তবে যশোরে ঘটেছে ব্যতিক্রমী ঘটনা। পিটিয়ে এক শিবির কর্মীকে হত্যা করা হয়েছে। তাও রাস্তায় নয়, একটি ছাত্রাবাসে এ হত্যাকাণ্ড ঘটেছে। হামলায় আহত হয়েছে দুজন। অভিযোগের তীর ছাত্রলীগের দিকে।
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের অধিকাংশ এলাকায় হরতালে তেমন প্রভাব পড়েনি। সকালে কিছুটা গুমোট পরিবেশ ফুটে উঠলেও কিছুক্ষণের মধ্যেই তা কেটে স্বাভাবিক হতে থাকে। যানবাহন চলেছে, খুলেছে দোকানপাট। এছাড়া হরতালে সমর্থনে রাজধানীতে কোনো মিছিল মিটিং সমাবেশ করেনি হরতাল সমর্থকরা। চুয়াডাঙ্গা মেহেরপুরেও ছিলো না।
মেহেরেপুর ও গাংনীতে হরতালবিরোধী মিছিল হয়েছে। হরতাল প্রত্যাখ্যান করে গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। এদিকে হরতালে নাশকতা মোকাবেলায় সতর্ক অবস্থানে ছিলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় পুলিশের চেকপোস্ট।
মেহেরপুর অফিস জানিয়েছে, জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় জামায়াতের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখা। এদিন বেলা ১০টার দিকে মেহেরপুর কাঁসারীপাড়াস্থ জেলা যুবলীগ কার্যালয়ের সামনে থেকে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব, যুবলীগ নেতা মাহবুব হাসান ডালিম, ইয়ানুস আলী, মোহন খান, উজ্জ্বল, সাজিদুর রহমান সাজু, সোহাগ, ইনতাজ, খোকন, তুফান, বোরহান, শাহীন, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা কমিটির যুগ্মআহ্বায়ক আতিক স্বপন, জাহাঙ্গীর খান, জেলা তরুন লীগের সাধারণ সম্পাদক অসীম কুমার সানতারা প্রমুখ। এদিকে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুরে পালিত হয়নি। দূরপাল্লার পরিবহন বাদে দিনব্যাপি আন্তঃজেলার সব ধরণের যান চলাচল স্বাভাবিক ছিলো। শহরের দোকান-পাট, অফিস-আদালত খোলা ছিলো। ব্যাংক-বীমায় লেনদেন স্বাভাবিক ছিলো। স্কুল-কলেজে শিক্ষার্থীর উপস্থিত স্বাভাবিক ছিলো। তবে সব ধরণের অপ্রীতিকর ঘটনারোধে শহরের মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে পুলিশ মোতায়েন ছিলো।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখানের আহবান জানিয়ে মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের উদ্যোগে গতকাল সোমবার সকালে গাংনী বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বর থেকে আওয়ামী লীগ নেতা ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আল ফারুক, আমজাদ হোসেন, আব্দুল আলীম, আশিকুর রহমান আকাশ, আসাদুজ্জামান মিলন, উপজেলা শ্রমিকলীগ সভাপতিত হবিবর রহমান হবি, সৈনিকলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রলীগ সহসভাপতিত ফয়সাল আহম্মেদ সাগরসহ নেতৃবৃন্দ।
এদিকে গতকাল সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। গাংনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা হাজি মহাসিন আলী, জেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ভেণ্ডার, উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টুসহ নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে রাজপথে তা মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে জামাতের ডাকা হরতালে কোনো প্রভাব পড়েনি। শহরের অধিকাংশ দোকান পাঠ অফিস আদালত খোলা রয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল সকাল থেকে সড়ক গুলোতে চলাচল করছে দুরপাল্লা ও স্থানীয় রুটের সব ধরনের যানবাহন। হরতালের পক্ষে জেলা ও উপজেলা শহরে জামাত শিবির নেতাকর্মীদের কোনো পিকেটিং করতে দেখা যায়নি। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা রোধে শহরে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়ন করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ উদ্যোগে দলীয় কার্য্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে মেনবাষ্ট্যান্ডে সমাবেশ করে। বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি ইসরাইল হোসেন, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সোহেল, টপি বিশ্বাস প্রমুখ। সমাবেশে বক্তরা জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদ জানান।