মালয়েশিয়াতে বাতিল হলো গায়িকা কিশার কনসার্ট

 

মাথাভাঙ্গা মনিটর: ধর্মীয় এবং সাংস্কৃতিক বিধি নিষেধের কারণে মালয়েশিয়াতে বাতিল হলো গায়িকা কিশার কনসার্ট। ২৬ অক্টোবর শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে পারফর্ম করার কথা ছিলো কিশার, কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধলো দেশটির কর্তৃপক্ষ। কিশার পারফরম্যান্স তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত হানতে পারে, এ অজুহাতে শহরের স্টেডিয়াম নেগারাতে পারফর্ম করতে দেয়া হয়নি কিশাকে।

পারফর্ম করার ঠিক আগ মুহূর্তে কনসার্টটি বাতিল করা হয়েছে। কনসার্টের আয়োজক ‘লাইভস্কেপ’ একটি ঘোষণার মাধ্যমে খবরটি জানায়। তারা এটাও বলে, কনসার্ট বাতিলের কারণে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এমনকি কনসার্ট চালিয়ে যাওয়ার জন্য কিশার পোশাক এবং গানের কথার মধ্যেও পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছিলেন কিশার মুখপাত্র, কিন্তু এরপরও নিজেদের সিদ্ধান্তে অটল থাকে দেশটির কর্তৃপক্ষ। মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটি বিবৃতির মাধ্যমে এ কনসার্ট বাতিলের ঘোষণা দেওয়া হয়, যেখানে শুধুমাত্র ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণে এটি বাতিল করার কথা বলা হয়েছে।