চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ার দু সন্তানের জননীকে ঢাকায় নেয়ার অভিযোগে প্রকাশ্যে দু নারীকে মারপিট

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ার শাহাতাব তার স্ত্রী আসমাকেই শুধু নির্মমভাবে নির্যাতন করেনি, শাহাতাবের লোকজন গ্রামেরই স্বামী পরিত্যক্তা ববিতা ও ববিতার ছোট বোন শাপলাকে প্রকাশ্যে মারপিট করেছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, গাড়াবাড়িয়া বাগানপাড়ার মৃত সেলিম উদ্দীনের মেয়ে ববিতার স্বামী ছিলো একই গ্রামের হাবলু। দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। মামলাও রয়েছে। এই ববিতার সাথে একই পাড়ার শাহাতাবের স্ত্রী দু সন্তানের জননী আসমা খাতুন গত কোরবানি ঈদের পর পাড়ি জমায় ঢাকায়। স্ত্রী নিখোঁজ বিষয়ে থানায় ডায়েরিও করা হয়। কয়েকদিন আগে আসমা ফেরে তার পিতার বাড়ি গোপীনাথপুর। গতকাল স্বামীর বাড়ি নেয়া হয় তাকে। শুরু হয় নির্যাতন। কার সাথে ঢাকায় গিয়ে কি করেছিস বল। এ প্রশ্ন তুলে নির্যাতন চলতে থাকে হরদম। এক পর্যায়ে আসমা জানায়, তাকে ববিতা ঢাকায় কাজের কথা বলে নিয়ে গিয়েছিলো। এরপর শাহাতাবের লোকজন খুঁজে ছোটে ববিতাকে। খবর পেয়ে ডিঙ্গেদহে ববিতাকে খুঁজে পায়। ববিতা ও তার ছোট বোন শাপলাকে ডিঙ্গেদহেই মারধর শুরু হয়। প্রকাশ্যে দু নারীকে পিটুনি দেখে স্থানীয়রা রুখে দাঁড়ায়। স্থানীয় জনপ্রতিনিধি কালাম দু মেয়েকে রক্ষা করে পরে গাড়াবাড়িয়ার মেম্বার জিল্লুর রহমানের হেফাজতে দেন। চিকিৎসার জন্য শাপলাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।