মাথাভাঙ্গা মনিটর: ঐশ্বরিয়াকে কোন নামে ডাকা যাবে? এ প্রশ্নের উত্তর দরকার এখন গণমাধ্যমকর্মীদের। মিডিয়ায় অভিষেকের পর থেকে বিশ্ব সুন্দরী হয়েছেন ঐশ্বরিয়া তারপর বচ্চন পরিবারের বউ হওয়ার পার হয়েছে ৫ বছর। সেই শুরু থেকেই এ পর্যন্ত বাকি সব তারকার মতো এ বলিউড অভিনেত্রীকেও নাম ধরে সম্বোধন করা হয়। কিন্তু গত কয়েক মাসে ঐশ্বরিয়াকে নাম ধর ডাকা যাবে না। এবার ঐশ্বরিয়া নামে ডাকা নিয়ে আপত্তি তার শাশুড়ি জয়া বচ্চনের। ঘটনাটি ঘটেছে বলিউড পরিচালক সুবাশ ঘাইয়ের জন্মদিন পার্টিতে। সেখানে অন্যান্যদের সাথে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন বউ-শাশুড়ি ঐশ্বরিয়া এবং জয়া। সেখানে এক সাংবাদিক বলিউড অভিনেত্রীকে ঐশ্বশিরয়া’ বলে ডাক দেন। শব্দটা শুনেই ক্ষেপে যান জয়া বচ্চন। সম্বোধন করা ব্যক্তিকে উদ্দেশ্যে করে জায়া বলেন, তুমি তাকে ঐশ্বরিয়া ডাকলে কেন? সে কি তোমার ক্লাসমেট? পরিস্থিতি বেগতিক দেখে শাশুড়িকে শান্ত করেন পুত্রবধূ ঐশ্বর্য। সাথে সাথে স্থান ত্যাগ করেত তারা। স্বামীর পর শাশুড়ির তীব্র আপত্তি। সাবেক ওই বিশ্বসুন্দরীর নামটি কি তাহলে? আর কোন নামেই বা তাকে ডাকা যাবে। ভারতীয় একটি সংবাদমাধমের মন্তব্য তবে কি এখন থেকে মিসেস বচ্চন বলে ডাকা যাবে?